উদ্গ্রীব নির্ভরতার গুপ্ত
মনের দমন নিপীড়ন আনমনে হাসে—দ্রবীভূত প্রয়োজনে ভাসে
খনন আয়োজন—উদার-উদ্ধার—জল-তরঙ্গে তারাও পথে আসে
সংশপ্তক বোধের ব্যাকরণপুষ্ট আঘাতে নান্দনিকতার প্রখর রস
মানুষের স্বপ্নের সীমিত চাষগন্ধের চিত্রকল্পে গ্রাম-গরিমা টসটস!
মৌমাছির হতাশ্বাস—ওজন খাস—আত্মপ্রকাশে উৎসর্গের তরল
জমিনে জীবন সীমান্তের আয়োজন নিজস্বতা অনুক্ত অনড় সরল
নিগূঢ় মোহাচ্ছন্নতা মগজে মজে প্রহর উদগ্রীব নির্ভরতার গুপ্ত
নিড়ানি দায়বদ্ধতা—বাজে বীজে সবুজের সমর—সভ্যতা সুপ্ত…
বোধের নিদাঘ অনুক্ত হাসে—
অনির্ধারিত বিন্যাসে
আঁধার আকাশ থেকে অলংকরণে নামে আহ্লাদী আস্ত চাঁদ
শিল্পীর সাহসে বলিষ্ঠ হয় একনিষ্ঠ বাক-প্রতিমার কল্পনার কাঁধ
জন্মানোর প্রয়োজনে তেপান্তরে জেগে ছিল সাবলীল অনুক্ত
স্বপ্ন রাঙিয়ে কবিতা ছন্দ অবয়ব গড়ে; স্বতঃস্ফূর্তের স্মরণে ভুক্ত
এলোমেলো ওড়ে বিকেলের বাতাসে লালিমার মুক্তিতর্ক
খোঁজে মানুষ মাঠে ক্ষেতে উঠানে— বুননে বাঁধন সাধন সম্পর্ক
উন্মুক্ত মেঘ নির্ধারিত অনিন্দ্য ভ্রমণে ঝড়-বাদলে পথভুলি
জমিন-মনে ছড়িয়ে আছে আধো আধো নিগূঢ় স্বাধীনতার বুলি
বুকে বিমূর্ত বিশ্বাস জিজ্ঞাসার দিয়ড়ি দুয়ার উদাস উদ্ভাসে
অন্তর অঞ্চলে অনির্ধারিত বিন্যাসে বোধের নিদাঘ অনুক্ত হাসে…
সময়ের স্থিতি জীবনের স্মৃতি
মেঘের মিনারে স্থির—ভয়-ভীতি অন্ধকার
ভালোবাসায় দায়—জলের জোয়ার পারাপার
জাগতিক ভ্রম—নির্দিষ্ট কোনো দেনা-পাওনার
জীবিকার জরুরতে ইচ্ছে-বিপরীতে ভাসি বারবার
একে অপরে—সদয় চক্রের তরে—অলস অবসরে—হার
অন্ধকার ভার—অপার—শ্বাস-প্রশ্বাস আবাস—সবার সংসার!
কেউ শাসন করে রাজত্ব বলে
ত্যাগ ও ভোগ থাকে বাঁক বদলে
ব্যাখ্যায় মনে—আবিষ্কার কৌতূহলে
কেউ শিকার আর বাঁচার তাগিদে জলে
নেশায় পেশায় তৃষ্ণায় চায় অমায়—রণ-ছলে
তবুও আছে বাঁচার পাছে—দূরত্বের দহন দলে!
আমি হয়ত আর পারছি না
কিন্তু সঠিক বিরোধিতাও করছি না
হয় না এখন মনের মতো যতনে লেখা
তবুও সময়ের স্থিতি—জীবনের স্মৃতি দেখা!