মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)
বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপে ইউপি নির্বাচন। তথ্য সূত্রে জানা যায়, সিরাগন্জের রায়গঞ্জ উপজেলাতেও ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, চান্দাইকোনা, ধানগড়া, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা এই ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়গঞ্জ থানা এবং উপজেলার ধুবিল, ঘুড়কা ও নলকা ইউনিয়ন পড়েছে সলঙ্গা থানাধীন।
রায়গঞ্জ থানাধীন ইউনিয়ন ছয়টিতে মোট ভোটার সংখ্যা ১,৪৯,২৪০ জন। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৫,৪১৩ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৩,৮২৭ জন। রায়গঞ্জ থানা এলাকায় ছয়টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭৩ টি। তন্মধ্যে গুরুত্বপূর্ণ ৪৭ টি এবং সাধারণ ভোট কেন্দ্র ২৬ টি।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যালট পেপার ভোটের দিন সকাল সকাল প্রতিটি কেন্দ্রে পৌছিয়ে দেবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনার। এই নির্বাচনকে কেন্দ্র করে থানা এলাকায় আনাচে কানাচে ভরে গেছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। নির্বাচনের দুই দিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছে এবং ১০ নভেম্বর স্ব স্ব কেন্দ্রে পৌছে গেছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারগণ। তাহারা ব্যালট প্যাপার ব্যাতীত নির্বাচনের কাজে ব্যবহৃত সকল সামগ্রী নিয়ে অবস্থান করছে প্রতিটি কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রেই থাকছে পোশাকে/ সাদা পোশাকে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়াও নির্বাচন চলাকালে টহলে থাকবে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাত পোহালেই শুরু হবে নির্বাচন।