হরিরামপুর উপজেলার পদ্মানদীর উপশাখা ইছামতী নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কতৃক বারবার খনন করেও নদীটি নাব্রতা ফিরে পায়নি। ভেকু দিয়ে মাটি খনন করে পাড়েই মাটি রাখার কারণে বর্ষা ও বৃষ্টি মৌসুমে পাড়ের মাটি আবার নদীতে নেমে যাওয়ার কারণে আবার নদী ভরাট হয়ে যায়, পাশাপাশি ভরা বর্ষায় পদ্মানদী হতে স্রোতের মাধ্যমে নদীতে বালু পড়েও ভরে যায়।
ইছামতী নদীটি চরবাসী, ব্যবসায়ী ও কৃষকদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। নাব্রতা সংকটের কারণে চরের কৃষক, ব্যবসায়ী গণ সাশ্রয়ী খরচে মালামাল এপারের হাটবাজারে আনতে পারে না।
বর্ষা শেষ হবার পর জমিনে পানি আটকে থাকার কারণে কৃষকদের ফসল বপনে বিলম্ব হয় ফলশ্রুতিতে দুই ফসলি জমিতে এক ফসলের চাষ করতে হয়।
কৃষক, ব্যবসায়ি ও গন্যমান্য ব্যক্তিবর্গ মত প্রকাশ করেন সরকার এত টাকা এভাবে খরচ করে যেহেতু উপকৃত হয়নাই, তাহলে স্বেচ্ছা শ্রমে জনগণ মাটি কেটে নিয়ে গেলে নদীটি নাব্রতা ফিরে পাবে।