নিজস্ব প্রতিবেদক:
বগুড়া টু সিরাজগঞ্জ ৮৭ কিলোমিটার শহীদ এম মনসুর আলী রেলপথ প্রকল্প নির্মাণে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান । ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাস্বামী ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত থাকতে পেরে গর্বিত মনে করছি।
বহুল প্রতীক্ষিত বগুড়া থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণের উদ্দেশ্যে সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরি, টেন্ডার প্রক্রিয়া এবং নির্মাণ তদারকি কার্যক্রম এর উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতীয় কনসালটেন্সি সার্ভিস রাইটস এবং আরভি অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক মোঃ আবু জাফর মিঞা এবং কনসালটেন্সি সার্ভিস এর পক্ষে ভারতের রাইটসের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় আগারওয়াল। উল্লেখ্য প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদককে জানান যদিও চুক্তি স্বাক্ষরের ১৩ মাসের মধ্যে কাজ শুরু হওয়ার কথা। আমাদের প্রচেষ্টা থাকবে ৯ মাসের মধ্যেই রেলপথের কাজ শুরু করা।
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন এই রেল লাইন নির্মাণ করা হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব ১১২ কিলোমিটার কমে যাবে। এর মধ্যে ৮৭ কিলোমিটার মেইন লাইন এবং ১৬ কিলোমিটার লুপ লাইন নির্মিত হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৫৭৮ কোটি টাকা। আগামী ১৩ মাসের মধ্যে নিয়োগ পাওয়া কনসালটেন্সি ফার্ম তাদের রিপোর্ট প্রদান করবে এরপর লাইন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করাসহ অন্যান্য কাজ শুরু হবে।