মোঃ মাহবুবুল আলম খান (মুরাদঃ
০১ /০২ /২০২২ ইং রাত্রি ০২,১০ ঘটিকায় থানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই/ আসিফ আল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রায়গঞ্জ থানাধীন সরাই হাজিপুর (মধ্যপাড়া ) গ্রামস্থ মোঃ জহুরুল ইসলাম , পিতা- মৃত মতিয়ার রহমান খান এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
তথ্য সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ রায়গঞ্জ থানাকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে রায়গঞ্জ থানার জিডি নং- ০৪ , তারিখ- ০১/০২/২০২২ ইং মূলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রাত্রী ০২.৩০ ঘটিকায় উক্ত স্থানের উদ্দেশ্যে রওনা করিয়া একই তারিখ রাত্রি ০২.৫০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছা মাত্র মোটরসাইকেল সহ দুইজন লোক কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই/ আসিফ আল ইসলাম সঙ্গীয় অফিসার – ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ মাসুদ রানা ( ২৩ ) , পিতা- মোঃ বাচ্চু সেখ , মাতা- মোছাঃ মাসুদা বেগম , সাং- ডুমরাই মধ্যপাড়া , থানা- রায়গঞ্জ , জেলা- সিরাজগঞ্জ কে গ্রেফতার করেন এবং তাহার সঙ্গীয় একজন লোক দৌড়াইয়া পালাইয়া যায় । ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও উপস্থিত লোকজনদের সামনে পর্যাপ্ত বিদ্যুৎ ও টর্চ লাইটের আলোতে গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা ( ২৩ ) , এর হেফাজত হইতে একটি লাল কালো রঙের রেজিস্ট্রেশন বিহীন পুরাতন ব্যবহৃত Pulsar 150cc লুকিং গ্লাস বিহীন মোটরসাইকেল উদ্ধার করেন । যাহার অনুমানিক চোরাই মূল্য ১,১০,০০০ / – ( এক লক্ষ দশ হাজার ) টাকা । উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম – ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামী ২। মোঃ বাদশা , পিতা- অজ্ঞাত , সাং- ভূগোলমান চারমাথা , তাড়াশ , সিরাজগঞ্জ বলিয়া জানায় । উক্ত গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত মোটরসাইকেলের কোন প্রকার কাগজ প্রদর্শন করিতে পারে নাই । সে আরো জানায় সে ও বাদশা উক্ত মোটরসাইকেল ৩। জনৈক মোঃ রতন মৃধা ( ৩৭ ) , পিতা- লালু মৃধা , মাতা- রীনা , সাং রনারচালা , মঈন নগর , থানা- মির্জাপুর , জেলা- টাংগাইল এর নিকট হইতে চোরাই জানিয়াও ক্রয় করিয়াছিল এবং অদ্য তাহা বিক্রয়ের উদ্দেশ্যে সরাই হাজিপুর অবস্থান করিতেছিল । ধৃত আসামী মোঃ মাসুদ রানা এবং পলাতক আসামী বাদশা দীর্ঘদিন যাবত অভ্যাসগত ভাবে পরস্পর যোগসাজশে রতন এর নিকট হইতে চোরাই মোটরসাইকেল ক্রয় করিয়া বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসিতেছে । ইং ০১ / ০২ / ২০২২ তারিখ রাত্রী ০৩.২০ ঘটিকার সময় পর্যাপ্ত বিদ্যুৎ ও টর্চ লাইটের আলোতে উক্ত চোরাই মোটরসাইকেল সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে ঘটনাস্থলে জব্দ করেন । জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং নিজে প্রস্তুতকারী হিসাবে স্বাক্ষর করেন এবং থানায় আসিয়া হাজির হইয়া আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বাদীর এজাহার থানায় প্রাপ্তির পর মামলা রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আবু আহসান রাসেল এর উপর এর উপর অর্পণ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।