মোঃ মাহবুবুল আলম খাঁনঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিলদহ সেতু (হাসিল বেইলী) ব্রীজের উদ্বোধন করেন তৎকালীন মাননীয স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলি যোগাযোগ মন্ত্রী- আলহাজ¦ মোহাম্মাদ নাসিম। মোহাম্মাদ নাসিম এর মৃত্যুর পর দেখা মিলল মোহাম্মাদ নাসিমের নাম ফলকের উপর গোবর। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন, ভিত্তি প্রস্তর নাম ফলকে যেখানেই রয়েছে মোহাম্মাদ নাসিম এর নাম সেখানেই রয়েছে মোহাম্মাদ নাসিমের নামের উপর গোবর। কোথাও কোথাও নেই মোহাম্মাদ নাসিমের নাম ফলক। তথ্য সূত্রে জানা যায়, মোহাম্মাদ নাসিম জীবিত থাকাবস্থায় জেলা আওয়ামীলীগ দুই ভাগে বিভিক্ত হলেও একসময় মোহাম্মাদ নাসিম পুনরায় এক সুতোয় গেঁথে আনেন। কিন্তু আজ মোহাম্মাদ নাসিম নেই কিন্তু তাহার নাম ষ্মৃতি যেন কেহ রাখতে চাইছে না। এমনি ষড়যন্ত্র চলছে ক্যাপ্টেন মুনুসুর পরিবারের উপর। সিরাজগঞ্জ জেলাসহ উত্তর পশ্চিম অঞ্চলের গণমানুষের নেতা ক্যাপ্টেন মুনসুর পরিবার। আর এই পরিবারের উপর চলছে অমানবিক রোলার। যে রোলারে পিষ্ট হচ্ছেন ক্যাপ্টেন মুনসুর পরিবার অর্থ্যাৎ মোহাম্মাদ নাসিম। দেশের এত বড় মাপের একজন নেতার নাম ফলকের উপর গোবর ছিটানো? এটা কোন অপশক্তি? প্রশ্নের উত্তর মেলে না। এলাকা সূত্রে কোন তথ্য পাওয়া যায় নাই। তবে এলাকাবাসী এ নেতার নাম ফলকের উপর গোবর ছিটানোর বিষয়ে কোন সদত্তোর করে নাই।