মো: মাহবুবুল আলম খান : রায়গঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)মোঃ হুসাইন আলী গত ইং ০৩/০৯/২০২১ তারিখ রায়গঞ্জ থানাধীণ চান্দাইকোনা বাজার এলাকাসহ সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালীন হাইওয়ে ডিউটি করাকালে রাত্রী ০২.০০ ঘটিকার সময় চান্দাইকোনা শিকদার পেট্রোল পাম্পের সামনে হাইওয়ে রোডের উপর একটি ইজি বাইকে দুইজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করিতে দেখিয়া সন্দেহ হইলে উক্ত এসআই মোঃ হুসাইন আলী তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং ইজি বাইকের মালিকানা সংক্রান্তে কোন কাগজ দেখাতে না পারায় উক্ত ব্যক্তি ১।মোঃ নয়ন ইসলাম (২৪), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-উলিপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২।মোঃ সাগর আলী (২২), পিতা-মোঃ টিটু, সাং-মংলা, থানা-মংলা, জেলা-বাগেরহাট দ্বয়কে তাদের কাছে থাকা ইজি বাইক সহ থানা নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা স্বীকার করে যে, গত ইং ০২/০৯/২০২১ তারিখ রাত্র অনুমান ২৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন উচরং শেরুর রাইস মিল এলাকা হইতে ইজি বাইকের চালককে মারধর ও ছুরিকাঘাত করিয়া ইজি বাইকটি তাহারা জোর পূর্বক কাড়িয়া নিয়া আসিয়াছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া শেরপুর থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে জানানো হয়।অফিসার ইনচার্জ শেরপুর থানা জানান যে, উল্লেখিত এলাকায় ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়াছে।যাহা উক্ত থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। পরবর্তীতে শেরপুর থানার মামলা নং-৯, তারিখ-০৩/০৯/২০২১, ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হওয়ায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম অত্র থানায় আসিলে উল্লেখিত আসামীদ্বয়কে তাহার নিকট হস্তান্তর করা হইয়াছে।