মোঃ মাহবুবুল আলম খান মুরাদঃ
” পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬/০২/২০২২ ইং রোজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল রায়গঞ্জ এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহোযোগীতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জনাব তৃপ্তি কণা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব এ্যাড ইমরুল হোসেন তালুকদার ইমন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, রায়গঞ্জ। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম এর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল মোত্তালেব সেখ সভাপতি উপজেলা ডেইরি এ্যাসোশিয়েসন রায়গঞ্জ, জনাব ডাঃ হাবিবুর রহমান জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষক সিরাজগঞ্জ সহ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডাঃ আজমেরী হাসনাত উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা রায়গঞ্জ।
বক্তব্য অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারি খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।