মোঃ মাহবুবুল আলম খান
গত ইং ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলীসাবলা গ্রামের মোঃ খোদা বক্স সেখ এর মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ ফরহাদ আলী(১৩) স্থানীয় ধানগড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরে নাই।
নিখোঁজ ফরহাদ আলীর উচ্চতা অনুমান ৪ ফুট ১০ ইঞ্চি। গায়ের রং উজ্জল শ্যামলা। মুখ মন্ডল গোলাকার। পড়নে ছিল কালো রংয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।
নিখোঁজ ফরহাদ আলীর পরিবারের নিকট জানা যায়, ফরহাদ আলী স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ঘটনার দিন সকালে ফরহাদ আলী তার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে এবং সকাল অনুমান ১০ টার সময় উপজেলার ধানগড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ফরহাদ আলীর সন্ধান চেয়েছেন ফরহাদ আলীর বাবা মোঃ খোদা বক্স সেখ। মোবাঃ ০১৭৬৪-৭৩০৯৩২।
নিখোঁজের বৃদ্ধ বাবা আরও জানান তার আদরের সন্তানকে হারিয়ে তিনি এখন পাগোল প্রায়। তিনি তার সন্তানের সন্ধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। ফরহাদ আলীর বাবা এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রীও ভুক্ত করেছেন।
সাধারণ ডায়রীর বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ও.সি) জনাব মোঃ শহিদুল ইসলাম জানান অদ্য ইং ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাতে নিখোঁজ ফরহাদ আলীর বাবা বাদী হয়ে সাধারণ ডায়রীর আবেদন করেন এবং সাধারণ ডায়রীর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরহাদ আলীকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা রায়গঞ্জ থানা পুলিশ করবে। রায়গঞ্জ থানা পুলিশ যত দ্রুত সম্ভব ফরহাদ আলীকে উদ্ধার করে তার পিতার হাতে তুলে দেবেন। তিনিও সবাইকে সহযোগিতা করার জন্য আহবান জানান।