মোঃ মাহবুবুল আলম খান: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধর্ষনের চেষ্টার আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রায়গঞ্জ থানা পুলিশ। ইং ১০/০৮/২০২১ তারিখ রোজ মঙ্গলবার রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন বামনভাগ (দক্ষিণপাড়া) গ্রামের জনৈক মোঃ রমজান আলীর বিবাহিতা স্ত্রী মোছাঃ রাশিদা বেগম(৫১) রাতের খাবার দাবার শেষ করে তাহার স্বামীর ঘরে ঘুমাইয়া পড়ে। বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের জনৈক মৃতঃ আবু হোসেন সেখ এর পুত্র মোঃ নুরনবী সেখ(৪২) কৌশলে উক্ত রাশিদা বেগমের ঘরের কাঠের দরজার উপর দিয়ে ঘরে প্রবেশ করে এবং একই তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় রাশিদা বেগমকে ধর্ষনের চেষ্টা করে। ঐ সময় ধস্তাধস্তির ফলে রাশিদার পড়নের মেক্সি ছিড়িয়া যায়। রাশিদা বেগম ডাক চিৎকার করিলে লোকজন আগাইয়া আসায় নুরনবী সেখ রাশিদাকে হত্যার ভয় দেখাইয়া দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে রাশিদা বেগম তাহার স্বামীকে নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে রায়গঞ্জ থানা পুলিশ রাশিদা বেগমের অভিযোগটি রায়গঞ্জ থানার এফ.আই.আর নং ১৭, জি.আর নং ১৪২/২০২১, তারিখঃ ১৮/০৮/২০২১ খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ) খ্রিঃ মুলে মামলা রুজু করেন। এ সংক্রান্তে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম জানান- বাদিনী থানায় লিখিত এজাহার দায়ের করিলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া বাদিনীকে আইনগত সহযোগীতা প্রদান করা হইয়াছে এবং বাদিনীর লিখিত অভিযোগ থানায় প্রাপ্ত হইয়া উক্ত মামলাটি রুজু করা হইয়াছে। অফিসার ইনচার্জ সাহেব আরোও জানান যে, রায়গঞ্জ থানায় জি.ডি/ অভিযোগ/ মামলা করতে বাদীর কোন টাকা লাগে না এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বাদীকে জি.ডি/ অভিযোগ/ মামলা করার সময় বাদীর জাতীয় পরিচয় পত্র নম্বর নেওয়া হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ মোস্তাফিজুর রহমান জানান- তিনি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে নিয়মিত মামলায় গ্রেফতার করিয়া ইং ১৯/০৮/২০২১ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হইবে। অভিযোগকারিনী মোছাঃ রাশিদা বেগম জানান- তার স্বামী সন্তান বাইরে থাকার সুবাদে মোঃ নুরনবী সেখ দীর্ঘদিন যাবৎ রাশিদা বেগমকে কু প্রস্তাব দিয়া আসিতেছিল।