মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)ঃ
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৫/০১/২০২২ তারিখ সিরাজগন্জ জেলার রায়গন্জ থানার চৌকস পুলিশ অফিসার কর্তৃক পুলিশ সুপার জনাব হাসিবুল আলম (বিপিএম), সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় রায়গন্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) জনাব কমল দেবনাথ এবং থানার হাটপাঙ্গাসী পুলিশ ফাড়ির ইন্সপেক্টর জনাব মোঃ রবিউল ইসলামের সহযোগিতায় রায়গঞ্জ থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে করিয়া রায়গঞ্জ থানার মামলা নং ০৭/০৭, তারিখ-১৫/০১/২০২২ খ্রিঃ ধারা-৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে ০৪(চার) কেজি গাঁজা সহ ১। সবুর সেখ(৪৫), পিতা-মৃত কুদ্দুস সেখ, সাং-বাগবাটি (কলেজ রোড), ২। জয়নাল সেখ(২০), পিতা- মৃত মজনু সেখ, সাং-হরিনা গোপাল বাগবাটি, ৩। মোঃ আনিছুর রহমান(৪৭), পিতা-আয়নাল হক, সাং-পিপুল বাড়িয়া, সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জদের কে গ্রেফতার করে থানায় নিয়মিত মামলা রুজু করে অদ্য ইং ১৫/০১/২০২২ তারিখ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রায়গন্জ থানা পুলিশ। জানা যায়, অভিনব কায়দায় আসামীগন মাদক দ্রব্য গাঁজা বহন করে রায়গন্জ থানার এলাকা দিয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে আসামীদের মাদকদ্রব্য চার কেজি গাঁজা সহ আটক করে থানা পুলিশ।