স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী কে কেন্দ্র করে পুলিশ, বিএনপি এবং আওয়ামীলীগকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ২০ জন।পুলিশ জানায় বুধবার সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য জেলা বিএনপির কার্যলয়ের সামনে ইবি রোডের সামনে আলোচনা সভা করছিলো যুবদল নেতা কর্মীরা।এসময় তাদের সড়ক ছেড়ে অনুষ্ঠান করার আহবান জানানো হয় যুবদল কর্মীরা ঘটনাস্থল ছাড়াট আগেই আ’লীগের নেতা কর্মীদের সাথে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় পুলিশ বাঁধা দিলে ত্রিমূখী সংঘর্ষ বাঁধে এতে সদর থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা, সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম এবং একজন কনষ্টেবল আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠি চার্জ করে। এসময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের সাথে পুনরায় আওয়ামলীলীগ কর্মীরা এসে যুবদল কর্মীদের উপর হামলা চালায় বলে বিএনপির অভিযোগে বলা হয়!এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্যর অবস্থা অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়েছে।