মোঃ মাহবুবুল আলম খান:
সিরাজগঞ্জ জেলার কারাগারে এক হাজতীর মৃত্যু হয়েছে। ১২ মে ২০২৩ তারিখ দুপুর ১২.২৫ মিনিটের সময় হঠাৎ অসুস্থ্য অনুভব করায় কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক উন্নত চিকিৎসার জন্য সহকারী সার্জন কারা হাসপাতাল, সিরাজগঞ্জ এর পরামর্শ মোতাবেক দুপুর ১২.৩০ মিনিটের সময় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জে প্রেরন করা হয় হাজতী মোঃ ওহাব শেখকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে ২০২৩ তারিখ দুপুর ০১.১৫ মিনিটের সময় মৃত্যু বরণ করেন উক্ত হাজতী মোঃ ওহাব শেখ। কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ হিসাবে “Cardiologenic Shock (under evaluation)“ উল্লেখ করেছেন। উক্ত বিষয়ে জেল সুপার, জেলা কারাগার, সিরাজগঞ্জ অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ বরাবর লিখিত সংবাদ প্রেরণ করিলে অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ লিখিত প্রাপ্ত সংবাদটি অপমৃত্যু মামলা রুজু করেন এবং উহার তদন্তভার এসআই(নিরস্ত্র)/ মোঃ হুসাইন আলী লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতে সহায়তায় প্রদান করেন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতের সঠিক মৃত্যুর কারন নির্ণয়ের জন্য লাশের ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করেন।
তথ্য সূত্রে জানা যায়, ওহাব শেখ এর পূর্ন নাম ঠিকানা- মোঃ ওহাব শেখ(৩২), পিতাঃ মোঃ জহুরুল শেখ, গ্রামঃ সোবাহানপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়া। সে নারী ও শিশু মামলা নং ৩১২/২০২১, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মামলা নং ০৫, তারিখঃ ২৩/০৬/২০২১, জিআর-৩৪/২১(বঙ্গ), ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)/৩০ এর এজাহার নামীয় আসামী। তাকে গত ইং ২৩/০৬/২০২১ তারিখ গ্রেফতার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেন এবং মামলাটি তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র)/ মোঃ রুহুল আমীন মামলাটি তদন্ত করে কোর্টে পুলিশ রিপোর্ট দাখিল করেন। হাজতী ওহাব শেখ এর হাজতী নং ৩৬০১/২১। এর রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহায়তাকারী পুলিশ অফিসার এসআই(নিরস্ত্র)/ মোঃ হুসাইন আলী জানান লাশের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তবে তার বাম হাতের কবজির উপরে পুরাতন একটি কাটার দাগ আছে।