মোঃ মাহবুবুল আলম খানঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র, মাদক ও প্রতারক চক্রের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে আসছে।
ট্রাকে ভূয়া নাম্বার প্লেট ব্যবহার করে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে লোড করা হয় ভূট্টা। গন্তব্য নরসিংদী জেলা। পথিমধ্যে নাম্বার প্লেট পরিবর্তন করে এবং চালানে উল্লেখিত মোবাইল নাম্বার বন্ধ করে দিয়ে ট্রাক ভর্তি ভূট্টা বিক্রি করে দেওয়া হয় অন্য কোথাও।
ভূক্তভোগী ভূট্টার মালিক অনেক চেষ্টা করেও সন্ধান পাননি তার প্রেরিত ভূট্টা কিংবা সেই ট্রাক বা তার ড্রাইভারকে। অবশেষে তিনি পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন এবং আসামী গ্রেফতার ও ট্রাক উদ্ধারে র্যাব -১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির সাহায্য প্রার্থনা করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব- ১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন এই চক্রটিকে ধরার জন্য।
রবিবার (১০ অক্টোবর, ২০২১) র্যাব-১২, সিরাজগন্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রাতভর অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা, বেলকুচি ও কামারখন্দ থানার বিভিন্ন এলাকা হতে সেই প্রতারক ও চোর চক্রের মুলহোতা সহ ০৪ জনকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত দের দেয়া তথ্য মতে অপরাধ কাজে ব্যবহৃত ট্রাক ও ভূট্টা উদ্ধার করেন।
র্যাব – ১২ এর সাথে থাকুন, তথ্য দিন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও প্রতারক মুক্ত দেশ গঠনে সহায়তা করুন।