মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ):
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নতুন বছরের কার্য্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সদস্যদের কর্মসৃজন প্রকল্পের কাজ যৌথভাবে উদ্বোধন করা হয়। ৮ই জানুয়ারি শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সৃজনশীল ৪০ দিনের কাজের কর্মসূচী উদ্বোধন করলেন- রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান। এই কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কাঁচা রাস্তা সংস্করণের কাজ হাতে নিয়েছে ইউনিয়ন পরিষদ। তন্মধ্যে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম লক্ষীকোলা পাকার মাথা হতে ডুমরাই পাকা রাস্তা পর্যন্ত মাটির কাজ শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরির্ষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম সাংবাদিক মোঃ শামীম খান সাংবাদিক মোঃ রেজাউল করিম খান। ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শরিফুল ইসলাম (শরিফ), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইমদাদুল হক তালুকদার (রানা), ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান ও মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম। এছাড়াও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি সদস্য মোছাঃ হালিমা বেগম, মোঃ সেলিম রেজা। এলাকার শতাধিক গণ্য মান্য ব্যাক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।