মোঃ মাহবুবুল আলম খান
শাহজাদপুরে আদালতে আত্মসমর্পণ করতে যাওয়া আসামী পৌর কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গনেই হামলা করা হয়েছে। হামলাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেরে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একটি হত্যা মামলার আসামী পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুস মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করার জন্য শাহজাদপুর উপজেলা আদালত প্রাঙ্গনে প্রবেশ করলে এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতকারী। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে কাউন্সিলরকে রক্ষা করে। এসময় দুষ্কৃতকারীদের ধরে কোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কোর্ট পুলিশ তাদের ছেরে দেয় বলে জানায়, হামলার স্বীকার হওয়া কাউন্সিলর পিযুসের ছোট ভাই মোঃ অরূপ।
এব্যাপারে, কোর্ট ইন্সপেক্টর আসলাম হোসেন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, কোর্ট চত্ত্বরে নিরাপত্তায় পর্যাপ্ত জনবল কম থাকায় এমন হয়ে থাকতে পারে। কোর্ট চত্ত্বরে নিরাপত্তার জনবল বাড়াতে হবে। তবে, হামলাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাদের ছেরে দিয়েছে এমন তথ্য আমার জানা নেই।
এবিষয়ে, শাহজাদপুর উপজেলা চৌকি আদালত আইনজীবী বার সমিতির সভাপতি ফজলুল হক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন৷ সেইসাথে কোর্ট চত্ত্বরে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।