মো: মাহবুবুল আলম খান : সারা বাংলাদেশ জুড়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গ্রাম-মহল্লা, হাটে-বাজারে বিভিন্ন চায়ের দোকানে যেখানেই মানুষের বিচরণ সেখানেই চলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। আর এর ব্যত্যয় হয়নি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নেও। চান্দাইকোনায় সর্বত্র সর্বজনের মুখে আলোচনা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। চলছে নানা রহস্যের গল্প। আর এই গল্প কথার আলোক মালায় উঠে এসেছে ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোজাফ্ফরপুর গ্রাম নিবাসী মরহুম হাজী হারুন অর রশিদ তালুকদার এর ২য় পুত্র সাবেক ছাত্রনেতা ও সাবেক চেয়ারম্যান; রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঝন্টু (বি.এ) এর নাম। আলোচনার রেশ ধরেই চলে বিভিন্ন ধরনের আলোচনা। আসন্ন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে হচ্ছেন নৌকার কান্ডারী। ভোটার সহ সাধারন মানুষ এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেষ্টা করেছেন যে যার মত। আবার ব্যাখা দাঁড় করিয়ে়ছেন নিজেদের ইচ্ছে মত।
তবে এ ক্ষেত্রে আলোচনার শীর্ষে রয়ে়ছেন মোঃ শফিকুল ইসলাম ঝন্টু। ইউনিয়নের সকল ওর্য়াড গ্রাম, পাড়া, মহল্লার সকল মানুষের কণ্ঠে একই কথা, বিকল্প নেই মোঃ শফিকুল ইসলাম ঝন্টুর। তাদের দাবি তাকেই যেন করা হয় নৌকার মাঝি। সর্বত্র সবখানে এই একই গণ আওয়াজ। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ মোঃ শফিকুল ইসলাম ঝন্টু’কেই দেখতে চান নৌকার মাঝি হিসেবে। গণ জরীপে তার কোন বিকল্প নেই চান্দাইকোনা ইউনিয়নে।
মোঃ শফিকুল ইসলাম ঝন্টুর রাজনীতির হাতে খডি় হয় ছাত্রলীগের রাজনীতি দিযে়। এক কথায় আওয়ামী পরিবারের একজন স্থায়ী বাসিন্দা তিনি। হালের হাইব্রিড বা অর্বাচনি আওয়ামী বলযে়র বাইরে তিনি আপাদমস্তক একজন আওয়ামী লীগার। বর্তমানে তিনি রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে সততা ও দক্ষতার সাথে দলের দায়িত্ব পালন করছেন।
জনজরীপে আরো উঠে এসেছে চান্দাইকোনার অশুভ জমিদারী বলয় চুর্ণ করে তিনিই একমাত্র বর্ষিয়ান নেতা যিনি আপোষহীন ভাবে লড়ে যাচ্ছেন অন্যাযে়র বিরুদ্ধে। আর তাঁকে শক্তি যুগিয়ে যাচ্ছেন (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি অধ্যাপক ডাঃ জনাব মোঃ আব্দুল আজিজ। আরো আছে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী ও চান্দাইকোনা ইউনিয়নের অধিকার বঞ্চিত নিপিড়ীত জনতা। আর সেই শক্তিতেই তিনি বলিয়ান হয়ে লড়তে চান জাতির পিতা বঙ্গবন্ধুর নৌকা প্রতীক নিয়ে। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বিজয় ছিনিয়ে আনতেও দৃঢ় প্রতিজ্ঞ তিনি। অসহায় অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় ও তাদের পাশে দাঁড়াবার অঙ্গিকার নিয়ে তিনি গড়তে চান আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ। মানবিক সহায়তা ইনসাফ প্রতিষ্ঠা সহ সকল ভালো কাজ করে যেতে চান বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মোঃ শফিকুল ইসলাম ঝন্টু বলেন- “আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিযে় যাচ্ছে সেখানে চান্দাইকোনা ইউনিয়ন তো পিছিয়ে যেতে পারে না। নৌকার কোন বিকল্প নেই, নৌকা প্রতীক নিয়েই আমরা জিততে চাই।” চান্দাইকোনা ইউনিয়নে গণ আওয়াজ বিকল্প নেই নৌকার, বিকল্প নেই মোঃ শফিকুল ইসলাম ঝন্টুর। আর এই প্রেক্ষাপটে সাধারণ মানুষ সহ সর্বস্তরের জনগণ মোঃ শফিকুল ইসলাম ঝন্টুকেই নৌকার মাঝি হিসেবে পেতে চায়। চান্দাইকোনা ইউনিয়নবাসীর প্রত্যাশা তিনিই হবেন আগামী দিনের চেয়ারম্যান সত্যিকারের জনগণেরই সেবক।