মোঃ মাহবুবুল আলম খানঃ
নওগাঁর সাপাহার থানার বিশেষ অভিযানে সাপাহার উপজেলার হারিয়ে যাওয়া ৯টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পৃথক পৃথক অভিযানে উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।
জানাগেছে, সাপাহার উপজেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপর হয় সাপাহার থানা পুলিশ এবং জিডির ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি)তারেকুর রহমান সরকার ও চৌকস্ পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেনের আপ্রাণ চেষ্টায় ও কৌশলে পৃথক পৃথক অভিযানে উপজেলা থেকে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার হতে শুরু করেছে।
দেশের বিভিন্ন জেলার উপজেলা থেকে এস আই মানিকের কৌশলে মোট ৯ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় সাপাহার থানা পুলিশ এবং ফোন গুলো উদ্ধার করে ফোনের প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ জানান, আমরা অনেক চেষ্টার পর পূর্বে ও বর্তমানে উপজেলা থেকে যে সমস্ত মোবাইল ফোন হারিয়েছিল জিডির ভিত্তিতে আমরা উদ্ধার করতে সক্ষম হচ্ছি আমরা আশাবাদী সকল হারিয়ে যাওয়া ফোন অতি দ্রত উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারবো।
আমাদের অফিসার এসআই মানিকের কৌশলে আমরা মোবাইল ফোন গুলো উদ্ধারে সক্ষম হচ্ছি আজ সন্ধ্যা ৭ টায় সাংবাদিক নয়ন বাবুর হারিয়ে যাওয়া Oppo-F7 ফোনটি উদ্ধার করে নয়ন বাবুর কাছে হস্তান্তর করেছি। আমরা ফোনটি ৭০০ মাইল দূর থেকে উদ্ধার করেছি বলে জানান।
পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।