মোঃ মাহবুবুল আলম খানঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়ীর রাস্তায় বেড়া অসহায় বিধবার কান্না। অবরুদ্ধ থেকে মুক্তির আশায় বিচারকদের দ্বারে দ্বারে ঘুরে ৩ মাসও মেলেনি মুক্তি। জানাযায় উপজেলার ৪নং ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্রী সোহাগ বেগম তার স্বামীর পৈতৃক ভিটার ছেলে -মেয়ে নিয়ে বসবাস করে আসছিল। প্রায় ৩ মাস পূর্বে পারিবারিক কলহের জেরধরে প্রতিবেশি মৃত জেন্নাত আলীর পুত্র সাইদুল ইসলাম ও মৃত আয়নাল শেখের পুত্র আমিনুল ইসলাম ভুক্ত – ভোগী বিধবা আন্জয়ারার চলা-চলের রাস্তায় বাসের চেগার দিয়ে বন্দ করে দেয়। এব্যাপারে আন্জয়ারা উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। উপজেলা চেয়ারম্যান ইমরুল হাসান(ইমন) তালুকদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।৪নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন আমি একাধিক বার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি। অসহায় বিধবা আন্জয়ারা অবরুদ্ধ থেকে মুক্তির জন্য বিচারের আশায় ঘুরছে ধারে ধারে।