মোঃ মাহবুবুল আলম খান (মুরাদঃ
পুলিশ বাহিনীতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এবং কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হওয়ায় পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান ও কক্সবাজার জেলার মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এসএসসি-১৯৯১) ব্যাচের উদ্যোগে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের আব্দুল হাই সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়ীয়া কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন খান, আব্দুস সাত্তার, হাজী মেছের আলী সরদার, রহমত আলী শেখ।
এছাড়াও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের নূরে আলম বাচ্চু, মোয়াজ্জেম হোসেন, জাহিদ হাসান রোজ, আবুল কালাম, ফারুক-ই আজম, রাফি আহমেদ খান, জহুরুল ইসলাম, লিয়াকত আলী লিটন, হাফিজুর রহমান, আবু জাফর এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে ওসি আব্দুল হাই কে এই (পিপিএম) পদক প্রদান করা হয়। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতীবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক পান। তিনি ১৯৯৯ সালে পুলিশ বাহিনীতে এসআই হিসাবে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি রায়গঞ্জ এবং শাহজাদপুর থানার ওসি (তদন্ত), ওসি ডিবি নাটোর, ওসি নওগাঁ সদর, ওসি সাপাহার থানায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
এদিকে পাবনা জেলার সুজানগর উপজেলার কৃতি সন্তান দেশের কৃতি পুলিশ অফিসার আব্দুল হাই রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আব্দুল হাই এর আগামী দিনের সুস্থতা মঙ্গল ও সমৃদ্ধতা কামনা করেছেন এবং আইন শৃংখলা রক্ষাসহ সাধারণ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে তিনি নিজের ও সুজানগর সহ পাবনাবাসীর মুখ উজ্জল করবেন বলে প্রত্যাশা করেছেন সুজানগর উপজেলাবাসী।