মোঃ মাহবুবুল আলম খান মুরাদঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামে গরু চুরি হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, ইং ০৮/০২/২০২২ তারিখ রাত অনুমান ১১.০০ টার সময় বিজয় কুমার সাহার পরিবারের লোকজন তাদের গোয়াল ঘরে চারটি গরু প্রতিদিনের ন্যায় দেখে নিজ নিজ ঘরে ঘুমাইয়া পড়েন। পরবর্তীতে ইং ০৯/০২/২০২২ তারিখ ভোর রাত অনুমান ০৫.০০ টার সময় বিজয় কুমার সাহার ছেলে বিকাশ কুমার সাহা তাহাদের গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পান এবং গোয়াল ঘরে চারটি গরু নাই। খোঁজ করেও গরু চারটির সন্ধান পাওয়া যায় নাই। খোঁজ সন্ধান অব্যাহত আছে। এ ব্যাপারে থানায় যোগাযোগ করা হইলে থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নাই। বাদীর অভিযোগ পাওয়া গেলে বাদীকে আইনগত ভাবে সহযোগিতা প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এসআই/ সমর চন্দ্র আচার্য জানান- চান্দাইকোনা বিট এলাকায় তার ডিউটি। তিনি বিটের সর্বত্র সর্বদা পুলিশি নজরদারীতে রাখেন। বিজয় কুমার সাহার বাড়ি রোড সংলগ্ন হওয়ায় অজ্ঞাত চোর বা চোরেরা খুব সহজেই এ কাজটি করতে পেরেছে। তবে কোন অভিযোগ এখনো পাওয়া যায় নাই। বিকাশ কুমার সাহা জানান, বাড়িতে তেমন লোকজন ছিল না এবং তিনিও শারিরীক ভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেন নাই। এই ঘটনায় বিকাশ কুমার সাহার আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।