মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ):
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ওয়ার্ড সভা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সদস্যদের ওয়ার্ড সভা আরম্ভ হয়। ৯ই ফেব্রুয়ারী/২০২২ তারিখ বুধবার সকালে উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভা। উক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক- আব্দুল হান্নান খান। ওয়ার্ড সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সামাজিক উন্নয়ন ও জনসচেতনা মুলক আলোচনা হয়। উক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী মহিলা যুব লীগের সভাপতি, নব নির্বাচিত ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান- মোছাঃ হালিমা বেগম। এছাড়াও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত ওয়ার্ড সভায় ওয়ার্ডের রাস্তা সংস্কার, বয়ষ্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড, বাল্য বিবাহ নিরোধ, মাদক হতে যুব সমাজকে রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উক্ত ওয়ার্ড সভার সভাপতি মোছাঃ হালিমা বেগম তার বক্তব্যকালে জানান যে, তিনি জনসাধারনের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিজস্ব ক্ষমতা ও ব্যক্তিগত উদ্দ্যেগে তার নির্বাচনী এলাকার জনসাধারনের সেবা করবেন এবং কোন ভাতার কার্ড প্রদানে কানা কড়িও কাউকে দিতে হবে না মর্মে আশ্বাস প্রদান করে বলেন সরকারি বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রদান করা হবে। তিনি আরোও বলেন তার নির্বাচনে জনগন তার পাশে থেকে নিরলস চেষ্টার মাধ্যমে তাকে বিপুল ভোটে ইউপি সদস্যা নির্বাচিত করেছেন, বিধায় তিনিও তার নির্বাচনি এলাকার জনসাধারনের পাশে থেকে নিরলস কাজ করে যাবেন।