নিজস্ব প্রতিবেদক: রবিবার (২০ ফেব্রুয়ারি) ২০২২ খ্রি. তারিখে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড পুলিশ লাইনস্ সিরাজগঞ্জে সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভার শুরুতেই পুলিশ সুপার মহোদয় জানুয়ারি/২২ মাসে রাজশাহী রেঞ্জের অভিন্ন মানদণ্ড কার্যক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সাজ্জাদুর রহমান, সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মাননীয় ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক প্রেরিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে পুলিশ কল্যাণ তহবিল/কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ ও নন-পুলিশ কর্মকর্তা/কর্মচারী পরিবার সহায়তা তহবিল থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। কল্যাণ সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগনের সেবায় নিয়োজিত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর বেলা ২.৩০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জানুয়ারি/২০২২ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।