নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০০ পরিবারের মাঝে বিনামুল্যে ঈদ বাজার বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে পথচলা”। “স্বপ্ন নিয়ে পথচলা” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এস.এম বাহাদুর আলী জানান- বিগত ২৫/০৮/২০২০ তারিখে তাদের ০৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এ সংগঠনটি। বর্তমানে সদস্য সংখ্যা ৩০ জন। শুরুলগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন এলাকায় নিজেদের প্রচেষ্টায় অসহায় দুঃস্থদের মাঝে বিনামুল্যে বিতরণ করে আসছে খাবার, শীতের বস্ত্রসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
তারই ধারাবাহিকতায় চলতি বছর পহেলা রমজান থেকেই জেলার উল্লাপাড়া থানা এলাকায় প্রতিষ্ঠিত কে.আর ফ্যামেলির আর্থিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন অঞ্চলে দুঃস্থ পরিবারের মাঝে ইফতারী প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে এবং ইং ২৯/০৪/২০২২ তারিখ দুপুর ০২.০০ টায় উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংগঠনটি কে.আর ফ্যামেলির আর্থিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ দুঃস্থ্য ও অসহায় পরিবারকে বিনামুল্যে ঈদ বাজার বিতরণ করে। ঈদ বাজারে লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, পোলার চাল, আলু, পেয়াজসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার ধানগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান- মোঃ ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি- মোঃ মাজেদ আলী, জেলা ডিএসবি শাখার মোঃ শামিম রেজা, বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) এর সাংগঠনিক সম্পাদক, ইনডেক্স নিউজ বিডি এর উপদেষ্টা, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রায়গঞ্জ উপজেলা শাখার সদস্য- মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ), ব্যাংক এশিয়া ধানগড়া ইউডিসি এজেন্ট- মোঃ ফিরোজ মাহমুদ(লালচাদ), ছাত্রলীগ নেতা- মোঃ নাসিম, সংগঠনের সভাপতি- এসএম বাহাদুর আলী, সংগঠনটির সদস্য- ঐশী, আরমান আলী, জামরুল, সাব্বির, স্বাধীন, সাইদুল, আতাউর, মাহবুবা খাতুন, মেহেদীসহ সাংবাদিক- রেজাউল করিম, সাইদুল ইসলাম, আবির, এসএম জাকারিয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।