মোল্লা ফরিদ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ঝিটকা হাট-বাজার একটি স্বনামধন্য,প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত। এখানে সপ্তাহে একদিন শনিবার হাট বসে এবং প্রতিদিন ভোর হতে রাত ৮ টা পর্যন্ত বাজার বসে। হাটবার কৃষিপন্য প্রায় দুইশত টন, কাঠ, বেত, নির্মান সামগ্রী, গরু ছাগল, নিত্যপন্য প্রচুর কেনাবেচা হয়। প্রতিদিন বাজারেও কৃষি পন্য, নিত্যপন্য কেনা বেচা হয়, পাশাপাশি অনেকটা শহরে পরিণত হয়েছে।
কিন্তু অব্যবস্থাপনার কারণে প্রতিদিন যানজট লেগে থাকে, রাস্তার পাশ দিয়ে প্রচুর ময়লা আবর্জনা স্তূপ, অপর্যাপ্ত টয়লেট, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে কাঁদা পানি জমে। সিকিউরিটির তেমন ব্যবস্থা না থাকায় ব্যবসায়িরা সংকিত। হাট বাজার ব্যবস্থাপনা কমিটির পদাধিকার বলে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান সভাপতি, তিনি এবং উপজেলা ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সেক্রেটারি নিয়োগ করেন, কিন্তু কেন কি কারণে এই পদ শূন্য রেখেছেন তার কারণ অদৃশ্য।