মোল্লা ফরিদ : মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক ভাবে এই মুহূর্তে একটি পরিচ্ছন্ন, মানবিক, স্বচ্ছ ও পূর্বের যেকোনো সময়ের চেয়ে গতিশীল। মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান জনি দায়িত্ব গ্রহনের পর হতেই প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক সফর সহ কর্মিসভা, বর্ধিত সভা ও সম্মেলন করে যুবলীগ কে শক্তিশালী ও গতিশীল করেছেন। তারই ধারাবাহিকতায় ১৯ বছর পর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির জন্য আবেদন গ্রহণ চলছে।
১৭ এপ্রিল সোমবার দুপুর একটার দিকে জেলা আওয়ামী-লীগের দলীয় কার্যালয়ে আবেদন গ্রহণের কাজ শুরু হয়। বেলা ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
প্রতিটি প্রার্থী আশা প্রকাশ করছেন যুবলীগ শক্তিশালী হলে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। প্রার্থীরা আরও বলেন সাংগঠনিকভাবে দক্ষ, কর্মির প্রতি ভালোবাসা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার মতো পরিশ্রমী, সামাজিক ভাবে গ্রহনযোগ্যরা যেন পদে আসে।
জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, দফতর সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদস্য সমিত্র সরকার মনা, বাহার মিয়া, সাইফুল ইসলা সুমন, ওমর ফারুক, মশিউর রহমান রতন, সুবল সাহা, আতাউর রহমান (তোহা) প্রমুখ।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি বলেন, দীর্ঘদিন পরে পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির জন্য রাজনৈতিক জীবন বৃত্তান্তসহ প্রার্থীদের আবেদন গ্রহণ করা হলো। আজ বেলা ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাচাই করে ঈদের পরে ১০ দিনের মধ্যে পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক সংগঠন যাহারা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ একজন শিক্ষা গুরু, পরিচ্ছন্ন যুবনেতা, সারা বাংলাদেশে দক্ষ, শিক্ষিত, ত্যাগী বিনয়ী ও সাংগনিক ভাবে দক্ষ সংগঠক দিয়েই কমিটির নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তৃণমূল ও রাজপথ থেকে উঠে আসা নেতা সেজন্য তিনিও বলেছেন হাইব্রিড নয় মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে পারবেন তাদের দিয়েই কমিটি গঠন হবে। ঝিমিয়ে পরা পৌর যুবলীগকে গতিশীল করতেই এই আহ্বায়ক কমিটি দেওয়া হবে।
বেলা দেড়টা পর্যন্ত প্রায় ২০টি আবেদন জমা পড়েছে বলে জানান দফতর সম্পাদক মনিরুল ইসলাম মনি।