মোঃ মাহবুবুল আলম খাঁনঃ
সিরাজগঞ্জ এর কাজিপুর থানার এফআইআর নং ১০, জি.আর নং ৮১, তারিখঃ ১২ মে, ২০২৩ খ্রিঃ, ধারাঃ ১০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০ এর এজাহার নামীয় ৩নং আসামী- মোঃ সোহাগ আলী(২০), পিতাঃ মোঃ আব্দুস সালাম, মাতাঃ মোছাঃ সোহাগী খাতুন, ঠিকানা: স্থায়ী: গ্রামঃ পানাগারি (উত্তর), উপজেলা/থানাঃ কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জকে গ্রেফতার করতঃ কোর্টে প্রেরণ করেছে মামলার তদন্তকারী পুলিশ অফিসার। স্থানীয় অনুসন্ধানে জানা যায়, বর্নিত মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন(৪২), পিতাঃ মোঃ জালাল উদ্দিন, গ্রামঃ ডিক্রী দোরতা (ডিক্রীতেকানী), (নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি), থানাঃ কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জ থানায় এজাহার দায়ের করেন যে, বাদীর মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা(১৩) ও বাদীর ভাতিজি মোছাঃ সূবর্ণা খাতুন(১৩)দ্বয় সিরাজগঞ্জের কাজিপুর থানাধীন খাষ শুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে লেখাপড়া করে। গ্রেফতারকৃতসহ এজাহার নামীয় অন্যান্য আসামীগন প্রায় সময়ই বাদীর মেয়ে ও ভাতিজির স্কুলে যাওয়া আসার পথে উত্যাক্ত করিত। ইং ০২/০৪/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় বাদীর মেয়ে ও ভাতিজি স্কুল থেকে পায়ে হেটে বাড়ী ফেরার পথে কাজিপুর থানাধীন নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পানাগাড়ী ফ্লাড সেন্টারের পার্শ্বে জনৈক মোঃ সিরাজ ভুইয়ার বাড়ীর দক্ষিনে ইউক্যালিপটাস বাগানের দক্ষিণ পার্শ্বে পায়ে চলাচলের আইল রাস্তার তিন রাস্তার মোড়ের উপর পৌছা মাত্রই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সহিত বাদীর মেয়ে ও ভাতিজির পথরোধ করে তাদের মুখের মাক্স খুলতে বলে। বাদীর মেয়ে ও ভাতিজি মাক্স খুলতে না চাইলে আসামীগন জোর পূর্বক তাদের মুখে মাক্স খুলিয়া টানা হেচড়া করে ও শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়া শ্লীলতাহানী করে এবং ধাক্কা দিয়ে ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। বাদীর মেয়ে ও ভাতিজির ডাক চিৎকারে বাদীর ভাতিজা শাহাদত হোসেন(১৩) ও তার বন্ধু রুহুল আমিন(১৪)দ্বয় আগাইয়া গেলে আসামীগন তাদেরকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে আসামীগন ভিকটিমদের নিকট মুক্তিপনের টাকা দাবী করে। তখন বাদীর ভাতিজাসহ বাদীর মেয়ে ও ভাতিজি দৌড়াইয়া গিয়া বিষয়টি বাদীকে জানাইলে বাদীসহ বাদীর চাচা আব্দুল ছামাদ ঘটনাস্থলে আসিয়া আসামীদের বাদীর মেয়ে ও ভাতিজিকে শ্লীলতাহানি করার বিষয়ে জিজ্ঞাসা করিলে উপরোক্ত আসামীসহ মামলার অন্যান্য আসামীগন বাদীর উপর ক্ষিপ্ত হয়ে উঠিয়া বাদীকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিতে শুরু করে। বাদীর ডাক চিৎকারে বাদীর মানীত সাক্ষীগনসহ আরো অনেকে আগাইয়া আসিলে আসামীগন বাদীকে ছেড়ে দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। মামলার তদন্তকারী অফিসার মোঃ আবু সাঈদ, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র), নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি, কাজিপুর থানা, সিরাজগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে কাজিপুর থানাধীন নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত উন্তর পানাগাড়ী ফ্লাড সেন্টার বাজার হইতে ইং ৩০ মে ২০২৩ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় বিধি মোতাবেক উপরোক্ত মামলাায় গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।